দেশপ্রেমিক ও আদর্শবান সাংবাদিক মোহাম্মদ রফিক উদ্দিন এনায়েতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে হাতিয়া প্রেসক্লাবের আয়োজনে একটি স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় হাতিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার জমিদার পরিবারের প্রয়াত জমিদার আজহার উদ্দিন মিয়ার সুযোগ্য নাতি ও গুণী সাংবাদিক মোহাম্মদ রফিক উদ্দিন এনায়েত গত ৫ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর দীর্ঘ পেশাগত কর্মজীবন ও অবদানের স্মৃতিচারণে এবং আত্মার মাগফেরাত কামনায় এ আয়োজন করে হাতিয়া প্রেসক্লাব।
সভায় সভাপতিত্ব করেন হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মো. ফিরোজ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ছায়েদ আহামেদ।
স্মৃতিচারণ করেন— হাতিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ একেএম মানছুরুল হক, প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজের অধ্যক্ষ মো. একরাম উদ্দিন, সুখচর মফিজিয়া হাইস্কুলের সাবেক শিক্ষক মো. হেলাল উদ্দিন, সহকারী অধ্যাপক ও সাংবাদিক নুরুল আলম জসিম, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, পৌরসভা জামায়াত ইসলামের আমীর মাওলানা তাওফিকুল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফাহিম উদ্দিন, এ. গনি হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক সামছুল তিব্রীজ প্রমুখ।
আলোচকরা বলেন—হাতিয়ার সীমানা নির্ধারণ, বনায়ন রক্ষা এবং জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে প্রয়াত সাংবাদিক মোহাম্মদ রফিক উদ্দিন এনায়েত অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তাঁর চলন-বলন, ন্যায়–নীতি, সততা ও আদর্শ ছিল অনুসরণীয়। সাদাসিধে জীবনে তিনি সবার কাছে ছিলেন শ্রদ্ধার ও অনুকরণীয় ব্যক্তিত্ব।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সাংবাদিক শামীমুজ্জামান, উত্তম সাহা, আরফাজ উদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্মৃতিচারণ শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জিয়াউল হক।
গুণী এ মানুষটি জমিদার আজহার উদ্দিন মিয়ার জ্যেষ্ঠ পুত্র আলতাফ মিয়ার চতুর্থ সন্তান ছিলেন। তিনি এক কন্যা সন্তান, স্ত্রী ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
প্রতিনিধি/ এজে

