বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ বলেছেন, তরুণ প্রজন্মের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে ছাত্রশিবির শুরু থেকেই ইতিবাচক ভূমিকা রেখেছে। দেশপ্রেমিক ও আদর্শ শিক্ষার্থী গঠন করতে প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সক্রিয়ভাবে কাজ করে আসছে। শিক্ষার্থীদের শুধু পাঠ্য জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের আদর্শ, চরিত্র, দক্ষতা ও ক্যারিয়ার গঠনে লক্ষ্যনিষ্ঠ হতে হবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
রাজিবুর রহমান পলাশ বলেন, শিবির শিক্ষার্থীদের আত্মশুদ্ধি, শৃঙ্খলা, সময়নিষ্ঠতা ও সমাজসেবায় উদ্বুদ্ধ করে। তরুণরা যদি হীনম্মন্যতা পরিত্যাগ করে মনে সাহস, আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ গড়ে তুলতে পারে, তবে তারাই ভবিষ্যতে সমাজ পরিবর্তনের নেতৃত্ব দেবে।
এ অনুষ্ঠানে ক্যারিয়ার সেশন পরিচালনা করেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং রংপুর মেডিকেল কলেজ শিবিরের সভাপতি ডা. মোহাম্মদ শাওন।
সংগঠনটির উপজেলা শাখার সভাপতি সোহান ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন- শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য ও গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ডাকসুর পরিবহন সম্পাদক ও শিবিরের ঢাকা মহানগর পূর্বের সভাপতি আসিফ আব্দুল্লাহ, শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সামিউল ইসলাম এবং জেলা শিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মান।
বিজ্ঞাপন
সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি শাহিন সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম সরকার মঞ্জু, পৌর জামায়াতের আমির অধ্যক্ষ একরামুল হক, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা এবং জেলা শিবিরের সেক্রেটারি ইউসুফ আল কারজাভী।
নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদের সামনে ভবিষ্যৎ গঠন, নৈতিক উন্নয়ন এবং আধুনিক ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রতিনিধি/এসএস

