বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পিরোজপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী জনসাধারণ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় এক মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর।


বিজ্ঞাপন


প্রার্থনা অনুষ্ঠানে স্থানীয় জনগণ ছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য সম্মিলিতভাবে প্রার্থনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে আহম্মদ সোহেল মনজুর বলেন, ধর্ম যার যার, কিন্তু অসুস্থ মানুষের সুস্থতা কামনা করা মানবতার কাজ। আজ আটঘর কুড়িয়ানার সনাতন ধর্মাবলম্বীরা যে মহৎ উদ্যোগ নিয়েছেন— তা সত্যিই প্রশংসনীয়।

আয়োজকরা জানান, দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সবাই বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর