বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাবনায় সড়ক দুর্ঘটনায় ধানের শীষের দুই প্রার্থী আহত

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম

শেয়ার করুন:

পাবনায় দুর্ঘটনায় বিএনপি শিমুল বিশ্বাস ও হাবিবসহ আহত ৪

ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী পাবনা-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা-৪ আসনের প্রার্থী হাবিবুর রহমান হাবিবসহ পাঁচজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


অন্য আহতরা হলেন- শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী এনামুর রহমান, বেড়া উপজেলা বিএনপির সদস্য সচিব রইস উদ্দিন ও চালক শফিক। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

thumbnail_FB_IMG_1765290679052

পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা জানান, বিকেলে সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থী একেএম সেলিম রেজা হাবিবের একটি প্রোগ্রামে অংশ নেন শ্রমিক নেতা শিমুল বিশ্বাস। সেখান থেকে ফেরার পথে সরাসরি আটঘরিয়া উপজেলার একদন্তে পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনি একটি সভায় যোগ দিতে যান। পথে তাকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিবসহ ওই গাড়িতে থাকা তার ব্যক্তিগত সহকারী এনামুর রহমান, বেড়া উপজেলা বিএনপি নেতা রইস উদ্দিন ও মাইক্রোবাস চালক আহত হন।

আরও পড়ুন

মুন্সিগঞ্জে শীতবস্ত্র বিতরণ ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

thumbnail_FB_IMG_1765290700792

আহতদের মধ্যে এনামুর রহমান ও রইস উদ্দিন গুরুতর আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিমুল বিশ্বাস চোখে আঘাতপ্রাপ্ত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর হাবিবুর রহমান হাবিবের পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকেও চিকিৎসা দেওয়া হয়েছে।

thumbnail_FB_IMG_1765290704161

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, তিনজন আহতাবস্থায় হাসপাতালে এসেছেন। একজন গাড়ির কাচ দ্বারা চোখে আঘাতপ্রাপ্ত। এছাড়া একজন মাথায় ও আরেকজন হাঁটুতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর