মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কৃষি জমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ইটভাটাকে জরিমানা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম

শেয়ার করুন:

কৃষি জমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ইটভাটাকে জরিমানা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি করার অপরাধে চারটি ইট ভাটাকে চার লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলার আশুজিয়া ও বলাইশিমুল ইউনিয়নে চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।


বিজ্ঞাপন


এসময় কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি করার অপরাধে প্রত্যেক ইট ভাটাকে এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।

1000101612

সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদফতর নেত্রকোনার সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন ও পরিদর্শক মাহবুবুল ইসলাম।


বিজ্ঞাপন


আরও পড়ুন

মনোহরদীতে অবৈধ দুই ইটভাটা ভেঙে দিল ভ্রাম্যমাণ আদালত

এসময় আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দুয়া থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহায়তা করে। পাশাপাশি কেন্দুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরাও অভিযানকালে উপস্থিত ছিলেন।

1000168453

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশের ছাড়পত্র ছাড়া পরিচালিত ও কৃষিজমির উর্বর মাটি কাটার কারণে পরিবেশ ও কৃষি উৎপাদন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এসব কারণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, কৃষিজমির সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় এমন অভিযান আরও জোরদার করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর