মুন্সিগঞ্জের শ্রীনগরে মাইক্রোবাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জোবায়দা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। তারা সবাই অটোর যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
![]()
নিহত জোবায়দা বেগম উপজেলার বাড়ৈখালী শিবরামপুর গ্রামের এখলাছ উদ্দিনের স্ত্রী।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রী নিয়ে অটোরিকশাটি শ্রীনগরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উমপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
বিজ্ঞাপন
এতে অটোটি উলটে গিয়ে যাত্রীরা সড়কে ছিটকে পড়লে তিনজন গুরুতর আহত হয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক জোবায়দাকে মৃত ঘোষণা করেন। অপর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
![]()
সন্ধ্যা ছয়টার দিকে, বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
সড়ক দুর্ঘটনায় হতাহতদের ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কার্যক্রমের ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা- ঢাকা মেইল।
প্রতিনিধি/এসএস

