মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মনোহরদীতে অবৈধ দুই ইটভাটা ভেঙে দিল ভ্রাম্যমাণ আদালত

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম

শেয়ার করুন:

মনোহরদীতে অবৈধ দুই ইটভাটা ভেঙে দিল ভ্রাম্যমাণ আদালত

নরসিংদীর মনোহরদীতে অনুমোদন ও ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ইটভাটা ভেঙে দিয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের আকানগর গ্রামের একেএফ এবং চুলা গ্রামের মা ব্রিকসে এই অভিযান চালানো হয়। এসময় মা ব্রিকসের মালিককে দেড় লাখ টাকা এবং একেএফ ব্রিকসের মালিককে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো. সজিব মিয়া ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এসময় পরিবেশ অধিদফতরের পরিদর্শক সমর কৃষ্ণ দাস এবং মনোহরদী থানা পুলিশ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ঝিনাইদহে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিচ্ছন্নতা অভিযান শুরু

অভিযান সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও অনুমোদন ছাড়াই প্রভাব খাটিয়ে ইট তৈরি করে আসছিল একেএফ এবং মা ব্রিকস নামে দুটি ইটভাটা। সোমবার ইটভাটায় অভিযান চালিয়ে এস্কেভেটর দিয়ে ভাটা দুইটিতে ইট পোড়ানো গোল প্রাচীর এবং কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়।

1000101616

এছাড়া ওই ভাটাগুলোর মালিকদের ইট ভাটার কার্যক্রম পরিচালনা না করতে নির্দেশনা দেওয়া হয়। তারা সে মোতাবেক ভাটা পরিচালনা করবেন না বলে মুচলেকা দেন।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, মনোহরদীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে। যেসব ইটভাটায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকবে তা অবৈধ বলে গণ্য করা হবে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর