মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিংড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ 

জেলা প্রতিনিধি, ‎ নাটোর
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

সিংড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ 

‎নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের কর্মী-সমর্থকরা। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে ধানের শীষের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। এরই প্রতিবাদে দাউদার সমর্থকরা সিংড়া বাসস্ট্যান্ডে (নাটোর-বগুড়া) মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। 

‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে সিংড়া বাসস্ট্যান্ড তেলপাম্পের সামনে এ অবরোধ কর্মসূচিতে পালন করেন কর্মী-সমর্থকরা।

বিক্ষোভ মিছিলে আনুর মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে দেন কর্মী-সমর্থকরা। মিছিলটি সিংড়া বাসস্ট্যান্ডে তেলপাম্পের সামনে মহাসড়ক অবরোধ করে। অবরোধকারীরা প্রায় একঘণ্টা মহাসড়ক অবরোধ করে প্রার্থীতা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকে। এতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এসময় মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের অনুরোধ অবরোধ তুলে নেন তার সমর্থকরা।

‎বিক্ষোভে বক্তব্যে রাখেন- সিংড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তাইজুল ইসলাম, সিংড়া উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এম এ মালেক, হাতিন্দাহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আব্দুল লতিফ, সিংড়া উপজেলা বিএনপির নেতা সবুজ মাহমুদ, নজরুল ইসলাম নুরুসহ সিংড়া উপজেলার বিএনপির শত শত নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা বিগত ফ্যাসিবাদের সময় মাঠে থেকে নির্যাতিত হয়েছি, জেল খেটেছি তবুও মাঠ ছাড়িনি। যিনি দীর্ঘ ১৭ বছর সব আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে নির্যাতিত হয়েছে, আজ তাকে মনোনয়ন দোওয়া হয়নি? আমরা তারেক রহমানকে বলতে চাই, দুরদিনে দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে, তাদের মূল্যায়ন করতে হবে। আমাদের একটাই দাবি, প্রাথমিক মনোনয়ন বাতিলের দাবি জানাচ্ছি। নাটোর-৩ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হলে দাউদার মাহমুদকে মনোনয়ন দিতে হবে। 

‎উল্লেখ্য: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর জেলার চারটি আসনের ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে নাটোর-৩ আসনে আনোয়ারুল ইসলাম আনুর নাম ঘোষণা করলে তৃণমূল পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর