মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় অদম্য নারী পুরস্কার পেলেন ৫ জন

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় অদম্য নারী পুরস্কার পেলেন ৫ জন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ৫ অদম্য নারীকে পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা বিষয়ক অধিদফতর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন নোমান মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মো. আবদুল কাইয়ুম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোস্তফা কামাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভুঁইয়া, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নূরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি আল আমিন শাহিন, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা তানিয়া আক্তার। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক নিরুপমা ভৌমিক।


বিজ্ঞাপন


আরও পড়ুন

বেগম রোকেয়া দিবসে দোহারে ৫ নারী পেলেন শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার

অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে নাঈমা আক্তার, শিক্ষা ও চাকরিতে মোছাম্মৎ জান্নাতুল মাওয়া, সফল জননী হিসেবে বিলকিছ বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য ফজিলাতুন নেছা, নির্যাতনের দু:স্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী সাবিনা আক্তারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার এস এম শাহিন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর