‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে মিরসরাইয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং উপজেলা প্রশাসন যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার৷
বিজ্ঞাপন
সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবু জাফর মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সুভাষ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথ, সিনিয়র সাংবাদিক বিপুল দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা প্রমুখ৷
বক্তারা বলেন, সকল প্রতিবন্ধকতা পেছনে ফেলে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দুর্নীতি রোধ করতেই হবে। শুধু আর্থিক অনিয়মই নয়, দায়িত্বে অবহেলাও একটা দুর্নীতি। আমাদের সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুর্নীতি বিরোধী মানববন্ধনে শিক্ষার্থী, বিএনসিসি, রোভার সদস্যসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেয়৷
প্রতিনিধি/ এজে

