মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁদপুরে অদম্য নারী পুরস্কার পেলেন ৪ জন

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে অদম্য নারী পুরস্কার পেলেন ৪ জন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে চাঁদপুরে মানববন্ধন, অদম্য নারী পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর জেলায় চার ক্যাটাগরিতে ৪ জন নারী পেয়েছেন অদম্য পুরস্কার।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসন, মহিলা অধিদফতর এবং জাতীয় মহিলা সংস্থার আয়োজনে, জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন শেষে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এতে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক (ডিসি) নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, নারীরা হচ্ছে চাঁদের মতো। তারা নীরব থাকে, কিন্তু আলো ছড়ায়— জ্যোতি ছড়িয়ে সমাজকে আলোকিত করে। নারী থেকেই আমাদের শুরু-আমার সন্তান নারী, আমার সহধর্মিণী নারী, এমনকি যে গর্ভে আমি জন্মেছি তিনি একজন নারী।

তিনি আরও বলেন, চাঁদপুরের নারীরা এখন ঘরে সীমাবদ্ধ নেই। তারা শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, উদ্যোগ ও প্রযুক্তি— সবক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করছে। যে নারীরা সমাজের নানা বাধা, লজ্জা, উপহাস ও সংগ্রাম পেরিয়ে দাঁড়িয়েছে তারা সত্যিই অদম্য।

ডিসি উল্লেখ করেন, ডিজিটাল যুগে নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা। অনলাইন বা বাস্তব-সবখানে নারীর সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদফতরের প্রোগ্রাম অফিসার- এস. এম. তানভীর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা।

অদম্য নারী পুরস্কার প্রাপ্তরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী তানজিনা হক, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রোমানা পাপড়ি, সফল জননী রাবেয়া আক্তার, নির্যাতনের দুঃস্বপ্ন পেরিয়ে জীবন সংগ্রামে জয়ী বিলকিস আক্তার। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর