মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেগম রোকেয়া দিবসে দোহারে ৫ নারী পেলেন শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার

উপজেলা প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম

শেয়ার করুন:

বেগম রোকেয়া দিবসে দোহারে ৫ নারী পেলেন শ্রেষ্ঠ জয়ীতার পুরস্কার
দোহার উপজেলার ৫ নারী পেলেন শ্রেষ্ঠ জয়ীতার পুরস্কার।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে ঢাকার দোহার উপজেলার ৫ নারী পেলেন শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সভাকক্ষে প্রধান অতিথি থেকে সম্মাননা তুলে দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীম হোসেন।


বিজ্ঞাপন


জয়িতা সম্মাননাপ্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী উপজেলার কুতুবপুরের রানু আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী দক্ষিণ জয়পাড়ার সুমাইয়া আক্তার, উত্তর জয়পাড়া চৌধুরীপাড়ার সফল জননী সাঈদা উম্মে কুসুম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী রাইপাড়ার সীমা আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী জয়পাড়া মিয়াপাড়া এলাকার জিন্নাত আক্তার।

আরও পড়ুন

নিঃসন্তান দম্পতির ঘরে একসঙ্গে এলো পাঁচটি সন্তান, সুস্থ আছেন মা

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকির সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামছুন্নাহার খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিব হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর