দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার প্রধান উপদেষ্টা এবং পটুয়াখালী–১ আসনের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে তার দলীয় প্রার্থীতাও।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে পটুয়াখালী পৌরসভাস্থ জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের (পীর সাহেব চরমোনাই) নির্দেশনা এবং ৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা আমেলার জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী মুফতি হাবিবুর রহমানকে দলীয় পদ ও প্রার্থীতা থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে তার স্থলে পটুয়াখালী জেলা শাখার সক্রিয় সদস্য আলহাজ্ব মাওলানা আবুল হাসান বোখারীকে পটুয়াখালী–১ আসনের নতুনভাবে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে জেলা সভাপতি বলেন, ইসলামী আন্দোলন সবসময়ই সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। দলের ভাবমূর্তি রক্ষায় যে কোনো অনিয়মের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি।
এদিকে, এর আগে একই দিন বিকেলে মুফতি হাবিবুর রহমান হাওলাদার কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পটুয়াখালী-১ আসন থেকে দলীয় নিজের প্রার্থিতা প্রত্যাহার করে পটুয়াখালী-৪ আসন থেকে প্রার্থী হবার ঘোষণা দিয়েছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

