গাজীপুরের কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলা সদর বাস স্টেশন এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করে গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী মজিবুর রহমানের কর্মী ও সমর্থকরা।
বিজ্ঞাপন
![]()
দোয়া শেষে মেয়র মজিবুর রহমানের নেতৃত্বে প্রায় লক্ষাধিক নারী ও পুরুষের অংশগ্রহণে ধানের শীষে ভোট চেয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কালিয়াকৈর বাস স্টেশন থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তর হিজলতলী, কালিয়াকৈর সাহেব বাজার, শ্রীফলতলী ও গোয়ালবাথান হয়ে হাইটেক সিটিতে গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
প্রায় ৭ কিলোমিটার শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান তাকে দলীয় মনোনয়ন দেওয়ায় বিএনপির হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ধানের শীষ ও তার প্রতি লাখো জনগণের সমর্থন রয়েছে। প্রায় ৩০ বছর পর তিনি এ আসনটি বিএনপিকে উপহার দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন। এসময় নিজ নিজ এলাকায় গিয়ে ধানের শীষকে আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের একযোগে কাজ করার আহবান জানান মজিবুর রহমান
প্রতিনিধি/টিবি

