ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। পরে মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন— জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন— দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক তারিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক মো. শরীফুল ইসলাম, সিভিল সার্জন নোমান মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, সাংবাদিক মো. আরজু মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নূরুল ইসলাম।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধনে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি

