মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিরাজগঞ্জে আগুনে পুড়ল কৃষকের পাঁচ গরু

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে আগুন পুড়ল কৃষকের পাঁচ গরু

সিরাজগঞ্জের কামারখন্দে কৃষকের গোয়ালঘরে আগুন লেগে পাঁচটি গরু পুড়ে মারা গেছে। এতে প্রায় ১২-১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী কৃষক।

সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ক্ষতিগ্রস্ত কৃষক হলেন— রসুলপুর গ্রামের আখের আকন্দের ছেলে আব্দুর রাজ্জাক ও তার ভাই আসাদুজ্জামান।

প্রতিবেশী নাজমুল আলম জানান, দুই ভাইয়ের রাতে ৫টি গরু পুড়ে মারা গেছে এবং দুটি গরু আহত হয়েছে।

ভুক্তভোগী খামারি আব্দুর রাজ্জাক বলেন, আমার খামারে ৭টি গরু ছিল। এরমধ্যে ৫টি গাভী, এটি বাছুর ও একটি ষাড় গরু ছিল। তারমধ্যে ৪টি গাভী গর্ভবতী ছিল। অগ্নিকাণ্ডে পাঁচটি গরু পুড়ে মারা গেছে। এর মধ্যে ৩টি গর্ভবতী গাভী, একটি ষাড় ও একটি বাছুর ছিল। সবমিলিয়ে আমার ১২-১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার হাসান আলী বলেন, রাতের ঘটনায় খবর পেয়ে দুটি ইউনিট ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন বলেন, বিষয়টি আমি জেনেছি। ক্ষতিগ্রস্ত কৃষক আসলে ক্ষতির পরিমাণ জেনে ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর