সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সদস্যরা।
সোমবার (৮ ডিসেম্বর) ভোর রাতে যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১২টায় র্যাব-১২ এর উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. ফারহান-উজ-জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
গ্রেফতার মাদক কারবারিরা হলেন— চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পুকুড়িয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. আজিজুল হক (৩২) ও একই উপজেলার একবরপুর গ্রামের মর্তুজা আলীর ছেলে মো. বিশু আলী (২৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, মাদকের একটা বড় চালান যমুনা সেতু পশ্চিম সংযোগ এলাকা দিয়ে উত্তরবঙ্গে যাচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে র্যাব-১২র সদস্যরা যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকায় ঢাকা টু রাজশাহীগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫১ কেজি গাঁজা, ৫টি মোবাইল, নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।
আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে গাঁজা ট্রাকযোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল। গ্রেফতার আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/টিবি

