নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাঁড়িধোয়া নদীর তীর থেকে আনোয়ারুল ইসলাম (২৫) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উচিৎপুরা ইউনিয়নের দড়িগাঁও এলাকার নদীতীরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
বিজ্ঞাপন
পরে নৌফাঁড়ির একটি দল মরদেহ উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত আনোয়ারুল ইসলাম দড়িগাঁও এলাকার মালয়েশিয়াপ্রবাসী বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আনোয়ারুল ইসলাম রাজমিস্ত্রির কাজ করতেন। রোববার থেকে তিনি নিখোঁজ ছিলেন। নদীর তীরে তার মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি সামনে আসে।
খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামীম জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে উচিৎপুরা ইউনিয়নের বিজয়নগর সংলগ্ন হাঁড়িধোয়া নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আলাউদ্দিন বলেন, মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। তাই ঘটনা হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা—এ মুহূর্তে নিশ্চিত বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে কারণ পরিষ্কার হবে।
প্রতিনিধি/ এমইউ

