ঢাকার মোহাম্মদপুরে ছুরিকাঘাতে নিহত মা লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের মরদেহ নাটোরে গ্রামের বাড়িতে পৌঁছেছে। জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরে নাটোর শহরের বড়গাছা এলাকায় পৌঁছায় মা-মেয়ের মরদেহ। এতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এসময় মরদেহ আসার খবরে এলাকার মানুষজন দেখতে তাদের বাড়িতে ভিড় জমায়।
বিজ্ঞাপন
বাদ যোহর নাটোর নবাব সিরাজ-উদ দৌলা সরকারি কলেজ মাঠে তাদের জানাজা শেষে শহরের লালবাজার গাড়িখানা কবরস্থানে মা-মেয়ের দাফন করা হবে।
![]()
লায়লা আফরোজ (৪৮) একজন গৃহিণী ছিলেন। তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঢাকার মোহাম্মদপুরে গতকাল সোমবার (৮ ডিসেম্বর) সকালে এক আবাসিক ভবনের সপ্তম তলায় বাড়িতে গৃহকর্মীর ছুরিকাঘাতে খুন হন মা-মেয়ে। হত্যার পর বাথরুমে গিয়ে গোসল করে বের হয়ে আসে ঘাতক গৃহকর্মী। এরপর মেয়ের স্কুলড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে নাফিসার বাবা গৃহকর্তা বাসায় ফিরে দেখেন, মেঝেতে তাদের রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশ খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে। ওই বাড়ি থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
প্রতিনিধি/টিবি

