রাজবাড়ী জেলার পাংশা উপজেলার তারাপুরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখা।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে সংগঠনের একটি প্রতিনিধি দল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় তারা স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন।
বিজ্ঞাপন
পরে এই ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সংগঠনের অবস্থান তুলে ধরেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো. রাশিদুল ইসলাম রাশেদ বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হোক এবং যারা এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। কঠোর শাস্তি হলে ভবিষ্যতে কেউ আর এ ধরনের ন্যক্কারজনক কাজ করার সাহস পাবে না।
পরিদর্শনকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো. রাশিদুল ইসলাম রাশেদ, যুগ্ম আহ্বায়ক মো. রাফি হোসেন, যুগ্ম আহ্বায়ক শাওন আফ্রিদি, যুগ্ম আহ্বায়ক তুষার পাটোয়ারী, সহ-মুখপাত্র ইমরান খান ও খন্দকার নাছিম রানাসহ সংগঠনের অন্যান্য নেতা, কবরস্থান পরিচালনা কমিটি, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এমইউ

