মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যুবদলকর্মীকে কুপিয়ে হত্যার পর বাড়িতে আগুন দিলো প্রতিপক্ষরা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ এএম

শেয়ার করুন:

যুবদলকর্মীকে কুপিয়ে হত্যার পর বাড়িতে আগুন দিলো প্রতিপক্ষরা
নয়ন (৩২), যুবদলকর্মী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নে নয়ন (৩২) নামে এক যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নয়ালাভাঙ্গা বাবুপুর মোড়ে নয়নকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম ওয়াসিম ফিরোজ।

নয়ন মোড়লপাড়া এলাকার নয়ালাভাঙ্গা গ্রামের আব্দুল করিমের ছেলে। নয়নের নামে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হকের অনুসারী এবং নয়ালাভাঙ্গা ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী বলেও জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নয়ালাভাঙ্গা বাবুপুর মোড়ে একদল ব্যক্তি নয়নকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে তার ভাইসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায় এবং অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায় নয়ন।

এদিকে, নয়নকে কুপিয়ে জখমের পর তার বাড়িতে আগুন দিয়েছে প্রতিপক্ষরা। পরে শিবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


বিজ্ঞাপন


এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, প্রতিপক্ষের হামলায় নয়ন নামে এক ব্যক্তি মারা গেছেন। আধিপত্য বিস্তার নাকি অন্যকিছুর কারণে হত্যা, সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে নয়নের নামে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর