মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দিলীপের ফাঁসি ও বহিষ্কারের দাবিতে এলাকাবাসীর থানা ঘেরাও

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ এএম

শেয়ার করুন:

দিলীপের ফাঁসি ও বহিষ্কারের দাবিতে এলাকাবাসীর থানা ঘেরাও

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল কর্মী সাদ্দাম হোসেন (৩৫) হত্যা মামলার প্রধান আসামি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক (পদ স্থগিত) দেলোয়ার হোসেন দীলিপের ফাঁসির দাবিতে সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ ও থানা ঘেরাও করেছে এলাকার লোকজন।

এসময় তাকে দল থেকে বহিষ্কারের দাবিও জানানো হয়। দিলীপ এবং মামলার আরেক আসামি বাবুল মিয়াকে গত ৩০ নভেম্বর রাতে ঢাকা থেকে আটক করে র‍্যাব। 


বিজ্ঞাপন


শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একই এলাকার বাসিন্দা ও সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল সিকদারের সাথে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপের মধ্যে বিরোধের জেরে গত ২৭ নভেম্বর সন্ধ্যায় কান্দিপাড়া মাদরাসা রোডে লায়ন শাকিল ও তার সহযোগীরা দেলোয়ার হোসেন দিলীপের অনুসারীদের ওপর এলোপাতাড়ি গুলি করে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। এরপর ওইদিন মধ্যরাতে শহরের কান্দিপাড়ার মামলাটির নিজ বাসা থেকে ডেকে নিয়ে ছাত্রদলের সাবেক নেতা সাদ্দাম হোসেনকে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়।

এই ঘটনায় ২৮ নভেম্বর রাতে নিহত সাদ্দাম হোসেনের পিতা মোস্তফা কামাল ওরফে মস্তু মিয়া বাদি হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। দিলীপকে ৫ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দিলীপের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বিভিন্ন ধরনের ১৯টি মামলা রয়েছে।

এদিকে ঘটনার পর দিলীপের জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের পদ স্থগিত করা হয়।  

প্রতিনিধি/একেবি


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর