সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাবির ১০০ ছাত্রীকে আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ পিএম

শেয়ার করুন:

রাবির ১০০ ছাত্রীকে আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১০০ ছাত্রীকে ৭ দিনব্যাপী ‘আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ’ দিয়েছে ‘বহ্নিশিখা’ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

১লা ডিসেম্বর থেকে শুরু হয়ে আজ সোমবার (৮ ডিসেম্বর) ছিল প্রশিক্ষণের শেষ দিন। সপ্তাহজুড়ে প্রশিক্ষণে দুটি অংশ ছিল। একটি আত্মরক্ষা কৌশল, যেখানে একজন ট্রেইনার বিভিন্নরকম শারীরিক আক্রমণে কীভাবে আত্মরক্ষা করতে হবে তার কৌশল শিখিয়েছেন। অপরটি হলো আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ। কীভাবে আত্মবিশ্বাসী হওয়া যায়, তা সেমিনারের মাধ্যমে নারী শিক্ষার্থীদের শেখানো হয়েছে।


বিজ্ঞাপন


এ বিষয়ে বহ্নিশিখা রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি জান্নাতুন নাঈম তুহিনা বলেন, ‘সাতদিনব্যাপী আমাদের মেয়েরা বিভিন্নরকম আত্মরক্ষার কৌশল শিখেছে। তারা শিখেছে যেকোনো বিপদকালীন সময়ে আত্মবিশ্বাসী থেকে কীভাবে নিজেদের রক্ষা করা যায়।’

তিনি আরও বলেন, ‘এবার আমরা ১০০ জন মেয়েকে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছিলাম। তাদের জন্য ছিল অভিজ্ঞ ট্রেইনার, টি-শার্ট ও প্রতিদিনের নাশতা। রাবির সবচেয়ে বড় নারী কমিউনিটি হিসেবে বহ্নিশিখা বিশ্বাস করে নারীর জন্য নারীরা কাজ করবে, আর সেই যৌথ শক্তিই গড়ে তুলবে সাহসী, আত্মবিশ্বাসী প্রজন্ম।’

RT

প্রসঙ্গত, পরিবেশবাদী আন্দোলন গ্রীন ভয়েসের অধীনে নারীদের আত্মোন্নয়নে একটি শাখা হিসেবে বহ্নিশিখা কাজ শুরু করে। এবারই প্রথম স্বতন্ত্র কমিটি গঠন করে নারীদের মাঝে কাজের বিস্তৃতি আরও বাড়িয়ে চলেছে বহ্নিশিখা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর