সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুর্নীতির দায়ে বদলি হওয়া চুয়াডাঙ্গা সমবায় কর্মকর্তা বহাল তবিয়তে

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা 
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

শেয়ার করুন:

দুর্নীতির দায়ে বদলি হওয়া চুয়াডাঙ্গা সমবায় কর্মকর্তা বহাল তবিয়তে
বদলির আদেশপ্রাপ্ত কাজী বাবুল হোসেন।

দুর্নীতির অভিযোগে প্রশাসনিক কারণে বদলি হওয়া চুয়াডাঙ্গা জেলার ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা কাজী বাবুল হোসেন এখনো বহাল তবিয়তে অফিস করে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৩০ নভেম্বর তার বদলির আদেশ জারি হলেও অজ্ঞাত কারণে তিনি এখনো দাফতরিক কার্যক্রমে যুক্ত রয়েছেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন লেনদেন ও হিসাব-নিকাশের দায়িত্বও পালন করছেন। বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. ইসমাইল হোসেন।

জানা গেছে, ২০২২ সালের ২৬ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেন কাজী বাবুল হোসেন। দায়িত্বকালে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে এবং তা অধিদফতরের জমা পড়ে। তদন্ত শেষে প্রশাসনিক কারণে তাকে কুষ্টিয়া জেলা সমবায় কার্যালয়ে উপসহকারী নিবন্ধক হিসেবে বদলি করা হয়। অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স) মোহাম্মদ হাফিজুল হায়দার চৌধুরীর স্বাক্ষরিত সেই আদেশ অনুযায়ী ৩০ নভেম্বর বিভাগীয় কার্যালয় থেকেও তাকে ‘রিলিজ’ দেওয়া হয়। তা সত্ত্বেও তিনি নিয়মিত চুয়াডাঙ্গা কার্যালয়ে দায়িত্ব পালন করছেন।


বিজ্ঞাপন


অভিযোগ রয়েছে, চুয়াডাঙ্গা জেলা সমবায় কর্মকর্তা হিসেবে বদলির আদেশ পাওয়া কুষ্টিয়া জেলার উপসহকারী নিবন্ধক আনিছুর রহমানকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন কাজী বাবুল। দাফতরিক নথিপত্রেও তিনি নিজেই সই-স্বাক্ষর করে যাচ্ছেন।

এ বিষয়ে কাজী বাবুল হোসেন দাবি করেন, ‘আমার বদলি আদেশ স্থগিত হতে পারে বলে শুনেছি। হয়তো ফেব্রুয়ারি পর্যন্ত এখানে থাকতে হতে পারে, তাই নতুন কর্মস্থলে যোগদান করিনি।’

সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক মো. ইসমাইল হোসেন বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেন তিনি কর্মস্থল ত্যাগ করেননি, সেটিও খুঁজে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর