আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সম্ভাব্য ১২৩ ভোটকেন্দ্র পরিদর্শন শুরু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলি।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
বিজ্ঞাপন
ইউএনও- ঈফফাত জাহান তুলি বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত ভোটকেন্দ্রগুলোর সামগ্রিক প্রস্তুতি কেমন আছে বিষয়গুলো খতিয়ে দেখতে ধারাবাহিকভাবে পরিদর্শন করা হচ্ছে।
পরিদর্শনকালে কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, কক্ষ বিন্যাস, ভোটগ্রহণের পরিবেশ, উপকরণ সংরক্ষণ কক্ষ এবং প্রবেশপথের সুবিধাসহ সবকিছুই তিনি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।
ইউএনও ঈফফাত জাহান তুলি বলেন, সামনে নির্বাচন। ভোট কেন্দ্রগুলো কি অবস্থায় আছে সেটি খোঁজ নিতেই মূলত পরিদর্শন করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ কোনগুলো বা মেরামত করার প্রয়োজন আছে কি না সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। যাতায়াত ব্যবস্থা কেমন খোঁজ নেওয়া হচ্ছে সে বিষয়েও। যাতে করে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়। সেইসঙ্গে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এসব বিষয়ে কেন্দ্রভিত্তিক সব ধরনের ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করা হচ্ছে। পর্যায়ক্রমে সবগুলো কেন্দ্র পরিদর্শন করা হবে।
ভোটকেন্দ্রগুলো পরিদর্শনকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান সরকার, স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অনেকেই উপস্থিত থাকছেন।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান সরকার বলেন, এ উপজেলায় মোট ভোটকেন্দ্র আছে ১২৩টি। বুথ সংখ্যা ৭৭১। মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ৮১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৫৪৪ জন। নারী ভোটার ২ লাখ ১১ হাজার ৫৩৪ জন। এরমধ্যে দুর্গম ভোটকেন্দ্র রয়েছে ১১টি। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১১টি।
প্রতিনিধি/এসএস

