সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের তারিখ স্থগিত

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের তারিখ স্থগিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের প্রথম সমাবর্তন অনুষ্ঠানের তারিখ স্থগিত করা হয়েছে। 

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তির এ তথ্য নিশ্চিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. একরামুল হক। 


বিজ্ঞাপন


সমাবর্তন অনুষ্ঠানের তারিখ স্থগিতের বিষয়টি রোববার (৭ ডিসেম্বর) সমাবর্তন কমিটির এক সভা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করে। সমাবর্তন রেজিস্ট্রেশনের তারিখ পরিবর্তন, রেজিস্ট্রেশন ফি কমানোসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উত্থাপিত দাবি দাওয়াসহ আবেদন আমলে নিয়ে এবং আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের নতুন তারিখ ঘোষণাসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হবে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর