সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আগামী নির্বাচন শতবর্ষের গতিপথ বদলে দেবে: ডিসি ড. এনামুল কবির

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

আগামী নির্বাচন শতবর্ষের গতিপথ বদলে দেবে: ডিসি ড. এনামুল কবির
মেহেরপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবির।

বিজয়ের মাস ডিসেম্বরের প্রেক্ষাপটে দেশের সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করেছেন মেহেরপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবির। একইসঙ্গে স্বৈরাচারবিরোধী আন্দোলনে আত্মত্যাগ করা শহীদদের স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জেলা প্রশাসক বলেন না, জোর-জবরদস্তির নির্বাচন আর হবে না। এবারের নির্বাচন শত বছরের গতিপথকে পরিবর্তন করে দেবে। অতীতের মতো জোর-জবরদস্তি করে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। সুষ্ঠু ভোট নিশ্চিত করতে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে পরিচিতিমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

1000153052

কৃষি ও সার সংকট প্রসঙ্গে আশ্বস্ত করলেন ডিসি কৃষকদের সার সংকট প্রসঙ্গে তিনি বলেন, জেলায় সারের কোনো ঘাটতি নেই। কৃষকের চাহিদা বিবেচনায় আগামী মাস থেকে ডিএসপি ও ডিএপি সার আরও ২ হাজার মেট্রিক টন বৃদ্ধি করা হবে। তিনি জমিতে অতিরিক্ত সার প্রয়োগ না করা ও ঘরে অপ্রয়োজনীয়ভাবে সার মজুত না রাখার প্রতি সতর্ক করেন।

গাংনী বাসস্ট্যান্ডে দীর্ঘদিনের সড়ক উন্নয়ন কাজের সমস্যার বিষয়ে তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধান করা হবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

সোনারগাঁয়ে নতুন ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদক নিয়ন্ত্রণ বিষয়ে ডিসি বলেন, কেবল প্রশাসনের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে এই অভিশাপ দূর করতে।

সড়ক দুর্ঘটনায় এড়াতে তিনি বলেন, সড়ক নিয়ন্ত্রণ কমিটির সঙ্গে সমন্বয় করে পুলিশি কার্যক্রম আরও জোরদার করা হবে এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

গুজব ও ভুল তথ্য রোধে সচেতনতার আহ্বান জানিয়ে তিনি বলেন, গুজব ভিত্তিক পোস্ট, মন্তব্য বা শেয়ার থেকে বিরত থাকতে হবে। যেকোনো তথ্য সঠিক মনে না হলে মন্তব্য বা শেয়ার করে বিভ্রান্তি ছড়াবেন না।

দুর্নীতি ও ঘুষবিরোধী বার্তা দিয়ে তিনি আরও বলেন, দুর্নীতি মুক্ত প্রশাসন গড়তে কাউকে ঘুষ দেবেন না। প্রয়োজন হলে জেলা প্রশাসনের সহায়তা নিন।

1000153047

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুত্তালেব হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন গাংনী আসনের বিএনপির সাবেক এমপি আমজাদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর