সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেয়ে স্বদেশের পথে ৪৭ ভারতীয় জেলে

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেয়ে স্বদেশের পথে ৪৭ ভারতীয় জেলে

বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেয়ে স্বদেশের উদ্দেশে রওনা হয়েছেন ৪৭ ভারতীয় জেলে। 

সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোংলা কোস্টগার্ড জেটি থেকে তারা ভারতের উদ্দেশে রওনা হন।


বিজ্ঞাপন


এর আগে রোববার (৭ ডিসেম্বর) বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের মুক্তির আদেশ দেন। আদালতের ওই আদেশের পর সেদিন বিকেলেই কারাগার থেকে তারা মুক্তি পান। উল্লেখ্য, গত প্রায় চার মাস ধরে এই ৪৭ ভারতীয় জেলে বাগেরহাট কারাগারে বন্দী ছিলেন।

মোংলা কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন ৪৭ জন ভারতীয় জেলের স্বদেশের উদ্দেশে রওনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর