সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে আগুনে ৭ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গ্রামের পূর্বপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রামের আবলি মিয়ার বসত ঘরের বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্র পাত ঘটে। মুহূতেই আগুনের লেলিহান শিখা আশেপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করলে তীব্রতা বেশি হওয়ায় তা সম্ভব হয়নি। পরে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন
গাজীপুরে বসতবাড়িতে আগুনে পুড়ল ৯ কক্ষ
আগুনে ৭ পরিবারের বসতঘর, আসবাবপত্র, নগদ টাকা, গহনাসহ অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেন এই জনপ্রতিনিধি। এদিকে অগ্নিকাণ্ডে কারণে প্রায় সবকিছু ভষ্মিত হওয়ায় খোলা আকাশের নিচে অনিশ্চিতায় রয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি

