সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেগমগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মঞ্জু ওরফে বলি খুন

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ এএম

শেয়ার করুন:

বেগমগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মঞ্জু ওরফে বলি খুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফখরুল ইসলাম মঞ্জু প্রকাশ বলি (২৫) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মন্দার বাড়ির দরজার সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

ফখরুল ইসলাম মঞ্জু চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌর হাজীপুর এলাকার রোহন মিয়ার ছেলে। তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মঞ্জু দক্ষিণ হাজীপুর এলাকার মন্দার বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা তার মৃত্যু নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

​পুলিশ ও স্থানীয় তথ্যমতে, মঞ্জু ওরফে বলী এলাকার একজন চিহ্নিত অপরাধী। সে সরকারি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল। বেগমগঞ্জ মডেল থানায় তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ ৫টি মামলা, ২টি গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) এবং একাধিক অভিযোগ রয়েছে।


বিজ্ঞাপন


বেগমগঞ্জ মডেল থানা ওসি এম আর বারী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনে তদন্ত চলছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর