সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেগম জিয়া বাংলাদেশের জনগোষ্ঠীর সম্পদ: আজিজুল বারী হেলাল

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ এএম

শেয়ার করুন:

বেগম জিয়া বাংলাদেশের জনগোষ্ঠীর সম্পদ: আজিজুল বারী হেলাল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া কোনো একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নন; তিনি বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীর সম্পত্তি। তার ওপর ওয়ান-ইলেভেন সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা সরকার যে ধারাবাহিক নির্যাতন চালিয়েছে, তা যেকোনো মানুষের পক্ষে সহ্য করা অত্যন্ত কঠিন ছিল। তবে শত প্রচেষ্টা সত্ত্বেও বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা একটুও কমানো সম্ভব হয়নি।

রোববার (০৭ ডিসেম্বর) দিঘলিয়া উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়ার পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


আজিজুল বারী হেলাল বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আজ কেবল দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দোয়া ও সহমর্মিতা প্রকাশ করা হচ্ছে। কাতার সরকার রাষ্ট্রীয়ভাবে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর মাধ্যমে তার প্রতি আন্তর্জাতিক সম্মান ও ভালোবাসার প্রমাণ দিয়েছেন।

জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, আনিসুর রহমান, নাজমুস সাকিব পিন্টু, আতাউর রহমান রনু, কামরান হাসান, আরিফুর রহমান আরিফ, মাহমুদুল আলম লোটাস, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা বেল্লাল হোসেন, শেখ মোসলেম উদ্দিন, জাসেদ কবির জুয়েল, মোল্লা শফিউদ্দিন শাফি, কুদরতি ইলাহি স্পিকার, আবদুল কাদের জনি, মনিরুল গাজী, মোহাম্মদ আলী টুটুল, হিমেল, আনোয়ারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


শেষে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর