পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপি জরুরি সভা ডেকে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির দেওয়া মনোনয়ন প্রত্যাখান এবং মনোনয়ন পুনঃবিবেচনার দাবি করেছেন উপজেলা বিএনপি। পরে মনোনয়ন বাতিলের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে পৌরশহরের হাচন দালাল মার্কেটে উপজেলা বিএনপি কার্যালয় এক জরুরি সভা ডেকে মনোনয়ন প্রত্যাখান করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। কয়েক ঘণ্টাব্যাপী চলে এ সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আ. জব্বার মৃধা।
বিজ্ঞাপন
জরুরি সভায় মনোনয়ন প্রত্যাখান ও পুনঃবিবেচনার দাবি জানিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিগত দিনে বিএনপির কোনো কর্মকাণ্ডে ছিলেন না। দলের দুর্দিনে আত্মগোপনে ছিলেন। তার সঙ্গে উপজেলা বিএনপির কোনো সম্পর্ক নেই। আমরা তাকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে মেনে নেব না।
![]()
পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ পলাশ বলেন, দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে যাকে মনোনয়ন দিয়েছেন তিনি ২০০৮ সালের নির্বাচনে ধানের শিষের বিরোধিতা করেছেন।
আওয়ামী লীগ নেতার পক্ষে কাজ করেছেন। বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে নৌকার মার্কার প্রার্থীর পক্ষে কাজ করেছেন। বিগত ১৬ বছর কোনো আন্দোলন সংগ্রামে ছিলেন না। তার সঙ্গে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, খোঁজ খবরও নেননি।
শহিদুল আলম তালুকদারের মনোনয়ন বাতিল করে দুর্দিনের ত্যাগী ও নির্যাতিত নেতা মুনির হোসেন এবং একেএম ফারুক তালুকদারের মধ্যে যে কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তিনি।
![]()
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক খলিলুর রহমান ও সাবেক সদস্য সচিব নাঈম সিকদার তারেক বলেন, যিনি (শহিদুল আলম) বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিলেন না। হামলা- মামলা, নির্যাতনের শিকার নেতাকর্মীদের খবর নেননি, সেই নেতাকে আমরা মেনে নেব না। তার মনোনয়ন বাতিল করে ত্যাগী মুনির হোসেনকে মূল্যায়ন করতে হবে।
আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির আহ্বায়ক জব্বার মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, উপজেলা যুবদলের সদস্য সচিব বশির পঞ্চায়েত, পৌর যুবদলের সদস্য সচিব মানুন খান, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক লিটন খান, তাতী দলের আহ্বায়ক প্রমুখ।
প্রতিনিধি/এসএস

