সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খাজরা ইউনিয়নকে ‘মডেল ইউনিয়ন’ করার প্রতিশ্রুতি কাজী আলাউদ্দীনের

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম

শেয়ার করুন:

খাজরা ইউনিয়নকে ‘মডেল ইউনিয়ন’ করার প্রতিশ্রুতি কাজী আলাউদ্দীনের

সাতক্ষীরা–৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেছেন, আশাশুনির মানুষের দীর্ঘদিনের অবহেলা ও দুর্দশা তিনি ঘুরে ঘুরে দেখেছেন। দেশের নানা জায়গায় উন্নয়ন হলেও আশাশুনিতে তার ছোঁয়া পৌঁছায়নি। নির্বাচিত হতে পারলে এখানকার সার্বিক উন্নয়নের পাশাপাশি খাজরা ইউনিয়নকে ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে খাজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে নির্বাচনি উঠান বৈঠকে কাজী আলাউদ্দীন বলেন, এলাকার অন্যতম বড় সমস্যা পানি নিষ্কাশন।


বিজ্ঞাপন


তিনি বলেন, খালের দখলমুক্তি, পুনঃখনন এবং অবৈধ নেটপাটা অপসারণের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করা হবে।

উন্নত স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, এ এলাকায় ১০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণ করে আধুনিক চিকিৎসাসুবিধা নিশ্চিত করা হবে।

দক্ষিণ গদাইপুর দুর্গা মন্দিরের সভাপতি অসীম কুমার ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকটি সঞ্চালনা করেন খাজরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল কুদ্দুস, সাবেক সদস্যসচিব মশিউর হুদা তুহিন, উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ ও মহিলা দলের নেত্রী মাজিনা ইসলাম প্রমুখ।

শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া–মোনাজাত করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর