সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেওয়ায় দীর্ঘ ৩ মাস বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। 

রোববার (৭ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়।


বিজ্ঞাপন


প্রথম দিন রকি ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের ৩০ টন পেঁয়াজ হিলি বন্দরে প্রবেশ করে। এসব পেঁয়াজ ভারতের বিভিন্ন মধ্যপ্রদেশ থেকে আমদানি করা হয়েছে। প্রতি টন পেঁয়াজ ২৪৫ ডলার মূল্যে আমদানি করা হচ্ছে।

পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে দাম কমে আসবে বলেও জানিয়েছেন আমদানিকারকরা। 

দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনা করে পেঁয়াজ আমদানির অনুমতি বন্ধ রাখায় গত ৩০ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর