সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধ পরিকর: ঝালকাঠির এসপি

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম

শেয়ার করুন:

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধ পরিকর: ঝালকাঠির এসপি
ঝালকাঠির নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধ পরিকর মন্তব্য করে ঝালকাঠির নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেছেন, পুলিশ সার্ভিসে ঢোকার পরে সাংবাদিকদের সঙ্গে সবসময় নিবিড় সম্পর্ক থাকে। যেকোনো সময় যে কারো কাছ থেকেই তথ্য আসে। সাংবাদিকদেরটাই বেশি বিশ্বাসযোগ্য। আইনশৃঙ্খলা রক্ষায় সরকারি নীতির বাইরে কিছুই বুঝি না। সিরাত্বাল মুস্তাকিম পথে চলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি।

রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৩টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 


বিজ্ঞাপন


পুলিশ সুপার বলেন, হাফপ্যান্ট পরিধান করে মোটর বাইক চালানো, ইভটিজিং ও কিশোর গ্যাং সবই একই ধরনের অপরাধ। এসব পার্টি রোধে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কের পাশে কাঠের ব্যবসাসহ অন্যান্য বিষয়সমূহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সরকারি ফোনটি ২৪ ঘণ্টাই সবার জন্য খোলা। যেকোনো বিষয়ের অভিযোগ মুঠোফোনেই সরাসরি জানাতে পারবে।

আরও পড়ুন

কে জিতল কে হারল, এটা দেখা আমাদের বিষয় নয়: সাতক্ষীরার নতুন এসপি জুয়েল

সংবাদদাতার তথ্য শতভাগ গোপন রাখার নিশ্চয়তা দিয়ে অঙ্গীকার করেন তিনি। প্রত্যেক অভিযোগ বা প্রাপ্ত তথ্য গুরুত্বসহকারে পদক্ষেপ নেওয়া হবে। 

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলা স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক (ডিআইও-১) মোস্তফা কামাল হায়দার, জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) পরিদর্শক তৌহিদুজ্জামান। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, দৈনিক দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, যুগ্ম সম্পাদক ও শতকণ্ঠ স্টাফ রিপোর্টার মো. আতিকুর রহমান, এশিয়ান টিভির প্রতিনিধি অ্যাডভোকেট মানিক আচার্য, চ্যানেল ২৪ প্রতিনিধি রতন আচার্য, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি রেজাউল করীমসহ আরও অনেকে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর