সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেগম জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজদিখানে দোয়া

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পিএম

শেয়ার করুন:

বেগম জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজদিখানে দোয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্বেগে, ইউনিয়নটির ইসলামবাগ- রামকৃষ্ণদী মাঠে অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত।


বিজ্ঞাপন


এতে অংশনেয় স্থানীয় এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীরা সহ স্থানীয় নানা শ্রেণি পেশার মানুষ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী সহ স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতা কর্মীরা।

দোয়া মোনাজাত শেষে, বিএমপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রীর রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন শেখ আব্দুল্লাহ।

তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ওঠে ফিরে না আসলে, প্রভাব সৃষ্টি হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে, ফলে দল মত নির্বিশেষে সকল বেদাভেদ ভুলে বিএনপি'র সাবেক জন্য দোয়া করার আহ্বান জানান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর