মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহিনুল হক শাহিন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে বামন্দি-কাজিপুর সড়কের গোলাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত শাহিন কাজিপুর গ্রামের রাহাতুল চেয়ারম্যান পাড়ার চৌকিদার বংশের সাদিমান হোসেনের ছেলে।
স্থানীয় মরজেম হোসেন জানান, শাহিন নিজ মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে সাহেবনগর গ্রাম থেকে কাজিপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাজিপুর গোলাম বাজার এলাকার শাহাদত বিশ্বাসের বাড়ির সামনে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় এক কিশোর নিহতের সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এজে

