কয়েক দিন ধরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ১ আসন (দোহার ও নবাবগঞ্জ) থেকে সাবেক এমপি অ্যাডভোকেট সালমা ইসলামের গুঞ্জন শোনা যাচ্ছিল। মাঠ-ঘাট এমনটি চায়ের দোকানে আলোচনা উঠে আসে সালমা ইসলাম দোহার নবাবগঞ্জ উপজেলা থেকে স্বতন্ত্রে নির্বাচন করবেন।
গত সপ্তাহে নবাবগঞ্জ উপজেলার বক্সনগরে কর্মী সমর্থকদের নিয়ে একটি সভায় তিনি নির্বাচনের আভাস দিয়ে বলেছিলেন কর্মী সমর্থকরা চাইলে নির্বাচন করবেন তিনি। এরপর থেকে নির্বাচনী আলোচনায় ছিলেন সালাম ইসলাম। নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে সালাম ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন , শরীর স্বাস্থ্য ভালো না, যে কারণে নির্বাচনে অংশগ্রহণ করা হবে না। আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলাম তারা আমাকে নির্বাচন করতে বারণ করেছে। নির্বাচনে কোনো চাপ আছে কিনা এমন প্রশ্নের উত্তর সালমা ইসলাম বলেন, না, না, চাপ থাকবে কেন।
বিজ্ঞাপন
১৪ এর নির্বাচনে সালমা ইসলাম অ্যাডভোকেট আব্দুল মান্নানকে পরাজিত করে লাঙ্গল প্রতীকে বিজয়ী হন এবং ১৮, ২৪ এর নির্বাচনে লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে সালমান এফ রহমানের কাছে পরাজিত হয়।
প্রতিনিধি/এসএস

