রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিজয়নগরে র‍্যাবের অভিযান, ৫২ কেজি গাঁজাসহ গ্রেফতার এক

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

বিজয়নগরে র‍্যাবের অভিযান, ৫২ কেজি গাঁজাসহ গ্রেফতার এক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৫২ কেজি গাঁজাসহ এক জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার মো. রমজান মিয়া জেলার আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামের শামসু মিয়ার ছেলে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শনিবার রাতে উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে কারবারিরা— এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় কাশিনগর পাকা রাস্তার ওপর র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় একজনকে গ্রেফতার করা হয়। আরেকজন দৌড়ে পালিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা ৪টি পাটের বস্তার ভেতর থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর