রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাবেক সেনা সদস্যের ওপর প্রজন্ম লীগ নেতার নেতৃত্বে হামলা

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পিএম

শেয়ার করুন:

সাবেক সেনা সদস্যের ওপর প্রজন্ম লীগ নেতার নেতৃত্বে হামলা
মো. ওবায়দুল হক রতন (৫৮), সাবেক সেনা সদস্য

রাস্তার জমি নিয়ে পূর্বের বিরোধকে কেন্দ্র করে কিশোরগঞ্জের বাজিতপুরের দক্ষিণ সাতুটা মুন্সী বাড়িতে সাবেক সেনা সদস্য মো. ওবায়দুল হক রতনের (৫৮) ওপর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সোহেলের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঠেকাতে গেলে আরও কয়েকজন আহত হন। এ ঘটনায় রতনের ছোট ভাই তুষার থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

আহত ওবায়দুল হক রতন বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের দক্ষিণ সাতুটা মুন্সী বাড়ির বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মোহাম্মদ এলেম আলীর (মুন্সী) ছেলে।


বিজ্ঞাপন


অভিযোগে বলা হয়, শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর জমি–সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে সভাপতি সোহেলের নেতৃত্বে শরিফ মিয়া, আইয়ুব আলী, সাজিব মিয়া, মুইনুদ্দিন, সাকিব মিয়া, হাসিব মিয়া, বকুল মিয়া, জব্বার মিয়া, বানু মিয়া, আ. হাকিম, মিকাইল মিয়াসহ কয়েকজন পরিকল্পিতভাবে ওবায়দুলের বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দেয়। ওবায়দুল বাধা দিলে রামদা, লাঠি, চাইনিজ কুড়াল, লোহার রড, বল্লম ও লোহার পাইপ দিয়ে তাকে মারধর করা হয়। ওবায়দুলকে বাঁচাতে গেলে তার আত্মীয় সুমন আক্তার (৩৭) ও মুস্তাফিজুর রহমানকেও (৩২) মারধর করে আহত করা হয়। চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরলেও ওবায়দুল হক রতন গুরুতর অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ডিপার্টমেন্টে ভর্তি রয়েছেন।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত সোহেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।


বিজ্ঞাপন


বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর