রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কালীগঞ্জে কৃষকের পা কাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ পিএম

শেয়ার করুন:

কালীগঞ্জে কৃষকের পা কাটা মরদেহ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পারাবর্তা এলাকা থেকে মনির মোল্লা (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার পর বন বিভাগের খোলা জায়গা থেকে তার মরদেহটি পাওয়া যায়। নিহত মনির মোল্লা ওই এলাকার মৃত হাশেম মোল্লার ছেলে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বীরগ‌ঞ্জে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে দম্পতির আত্মহত্যা

স্থানীয়রা জানান, সন্ধ্যায় তারা ওই স্থানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে উলুখোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা গিয়ে মরদেহটি উদ্ধার করেন। স্থানীয়দের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: নান্দাইলে তরুণের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

পুলিশ জানায়, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মনির মোল্লার দুই পা কেটে তাকে হত্যা করেছে। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে এনে প্রথমে কুপিয়ে, পরে দুই পা কেটে হত্যা করা হয়। ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।


বিজ্ঞাপন


ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর