গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ মধ্যপাড়া বোর্ড ঘর এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯টি রুম পুড়ে গেছে।
শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে আটটার দিকে কোনাবাড়ির আমবাগ মধ্যপাড়া বোর্ডঘর এলাকায় শাজাহান মিয়ার সেমিপাকা টিন সেটের বাসার ভাড়াটিয়া মর্জিনা বেগমের রুম থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যে আশেপাশের রুমগুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা পাওয়া যায়নি।
প্রতিনিধি/ এমইউ

