নরসিংদীর শীলমান্দিতে এন. আর নামে একটি স্পিনিং মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে৷
শনিবার (০৬ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে৷
বিজ্ঞাপন
আরও পড়ুন: ধামরাইয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দু’টি এবং নরসিংদী সদর ফায়ার সার্ভিসের আরও ২টিসহ মোট চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করে।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলেও জানান তিনি।
ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনে মিলটির তুলা ও সুতা পুড়ে গেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কয়েলের আগুনে পুড়লো ৩০ গবাদি পশু
আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মিল কর্তৃপক্ষ ও স্থানীয়রা।
এন আর স্পিনিং মিলের ডিজিএম (অ্যাকাউন্টস) ফারুকুজ্জামান জানান, গুদামের ঠিক পাশে থাকা একটি বিদ্যুতের তার গাছে ঘষা খেয়ে স্পার্ক হয়। সেই স্ফুলিঙ্গ তুলার ওপর পড়তেই কয়েক সেকেন্ডের ব্যবধানে আগুন গুদামের ভেতর ছড়িয়ে পড়ে। আগুন এত দ্রুত ছড়াবে কেউ ভাবতেই পারেনি।
প্রতিনিধি/ এমইউ

