হবিগঞ্জ জেলার নবীগঞ্জে সামিট বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রের বিবিয়ানা-১ ইউনিটের নিকটবর্তী একটি খালি স্থানে হঠাৎ আগুন দেখা দেয়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, খালি জায়গাটিতে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত পরিত্যক্ত ফিল্টার, বিভিন্ন মালামাল ও শুকনো ঘাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ফায়ার সার্ভিস টিম এবং নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। লিডার হাবিব মিয়ার নেতৃত্বে দুই দলের সমন্বিত প্রচেষ্টায় আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর সহকারী প্রধান প্রকৌশলী মাহমুদুল হাসান জানান, অগ্নিকাণ্ডের কারণে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকেই এ আগুনের সূত্রপাত হতে পারে। সঠিক সময়ে উদ্ধারকাজ পরিচালনার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

