নরসিংদীর মনোহরদীতে টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতে ফজরের নামাজ আদায় করায় ৩৭ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার শুকুন্দী ইউনিয়নের সাভারদিয়া ঈদগাহ মাঠে আল-ইহদা ফাউন্ডেশনের উদ্যোগে শিশু-কিশোরদের হাতে এসব সাইকেল উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
ফাউন্ডেশনের সভাপতি ও শিবপুর উপজেলা মডেল মসজিদের ইমাম মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. প্রকৌশলী মো. কবির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান সজিব।
এসময় আরও উপস্থিত ছিলেন, শুকুন্দী নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, দশদোনা ইসলামীয়া ফাজিল মাদরাসার শিক্ষক মো. সাইফুল ইসলাম, মনোহরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহা. ইসমাইল হোসাইন খান, মাওলানা বাকি বিল্লাহ, মুফতি সাখাওয়াত হোসেন, মো. মোবারক হোসেন, নাদিম মিয়া, মো. নূরুল হক, আফসার হোসেন প্রমুখ।
পুরস্কারপ্রাপ্ত কিশোর মো. নিরব বলেন, এ প্রতিযোগিতা আমাদেরকে নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে।
বিজ্ঞাপন
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. কবির হোসেন জানান, আমাদের দেশের শিশু কিশোররা বিপথে চলে যায়। তাদের নামাজ আদায়ে উৎসাহিত করতে এ ধরনের পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল। তাদের দেখে অন্যরাও উৎসাহিত হবে আশা করি।
প্রধান অতিথি আবু সুফিয়ান সজিব বলেন, এমন উদ্যোগ প্রত্যেকটি গ্রামে নেওয়া হলে সমাজ থেকে শিশু কিশোররা নামাজে উৎসাহিত হবে এবং অন্যায়-অবিচার ও কিশোর গ্যাংয়ের প্রবণতা দ্রুত সময়ে মুছে যাবে।
প্রতিনিধি/এসএস

