সংসদ সদস্য নির্বাচিত হলে নিজেকে সর্বদা দুর্নীতিমুক্ত রাখবেন মৃত বাবা-মায়ের কবরের পাশে দাঁড়িয়ে এমন প্রতিশ্রুতি দিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
শনিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার স্থানীয় কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে তাকে এই প্রতিশ্রুতি দিতে দেখা যায়।
বিজ্ঞাপন
এ সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরবর্তীতে মৃত বাবা-মায়ের স্বপ্ন পূরণের অঙ্গীকার জানিয়ে দোয়া করেন।
এর আগে এদিন দুপুরে মুন্সিগঞ্জ-৩ আসনে কামরুজ্জামান রতনকে দলীয় মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে লক্ষ্মীপুর এলাকায় গিয়ে শেষ হয়। এতে স্থানীয় বিএনপির কয়েক হাজার নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে অগ্রহায়ণের শীত উপেক্ষা করে উপস্থিত সাধারণ মানুষ কামরুজ্জামান রতনকে উষ্ণ অভ্যর্থনা জানান।
মিছিল শেষে দুপুরে লক্ষ্মীপুরে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন বিএনপির এই প্রার্থী।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে রতন জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত সুপারিশে মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন প্রক্রিয়ায় এক টাকাও লেনদেন হয়নি উল্লেখ করে তিনি দাবি করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় মনোনয়ন কোনো টাকার বিনিময়ে দেন না। এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা।
তিনি আরও বলেন, মনোনয়নকে কেন্দ্র করে যেসব ব্যক্তি অভিযোগ তুলে মনোনয়ন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও জনভোগান্তি সৃষ্টি করছেন, তাদের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব অবগত আছে। অপপ্রচারকারীদের বিষয়ে জবাবদিহিতা নিশ্চিতে কেন্দ্র থেকেই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জোর দিয়ে জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা রতনের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা দেন।
প্রতিনিধি/একেবি

