কক্সবাজারের উখিয়ায় শিকারির কবল থেকে বক পাখি ও বিভিন্ন প্রজাতির অতিথি পাখি উদ্ধার করেছে বন বিভাগ।
শনিবার (৬ ডিসেম্বর) বন্য প্রাণী সংরক্ষণ আইনে গঠিত উখিয়া বন বিভাগের একটি বিশেষ দল রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
উখিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, শিকারিরা জাল পেতে অবৈধভাবে বকসহ অতিথি পাখি ধরছিল এবং তা বাজারে বিক্রি করছিল— এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে অর্ধশতাধিক জালের ফাঁদ জব্দের পাশাপাশি বন্যপ্রাণী শিকার হওয়া ১০টি বক ও অতিথি পাখি জীবিত উদ্ধার করা হয়। পরে বন বিভাগ কার্যালয়ে উপস্থিত সবার সামনে উদ্ধার হওয়া পাখিগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
দোছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি এবং থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত হোসেন জানান, অভিযানকালে প্রায় ৭০০ ফুট শিকারি জাল ও ৩০০টি কৃত্রিম বক জব্দ করে ধ্বংস করা হয়েছে। তারা আরও বলেন, বন্য প্রাণী রক্ষায় বন বিভাগের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

