রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গণতন্ত্র উত্তরণের পথে খালেদা জিয়ার সুস্থতা জরুরি: অমিত

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম

শেয়ার করুন:

গণতন্ত্র উত্তরণের পথে খালেদা জিয়ার সুস্থতা জরুরি: অমিত

বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গণতন্ত্র উত্তরণের পথে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বেঁচে থাকা জরুরি। তিনি সুস্থ থাকলে গণতন্ত্র পুনরুদ্ধারে পথটা সহজ হবে।

শনিবার (৬ ডিসেম্বর) বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। 


বিজ্ঞাপন


অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বেগম খালেদা জিয়া দলের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের অভিভাবক। তার শূন্যতায় বাংলাদেশ অভিভাবকহীন হয়ে পড়বে। গণতন্ত্র উত্তরণের পথে তার সুস্থতা এবং বেঁচে থাকা জরুরি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে গণতন্ত্র পুনরুদ্ধারে পথটা সহজ হবে। সেটি দেশের মানুষ ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে। যে কারণে গণতন্ত্রের মাতা আপোশহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সমগ্র দেশবাসী প্রার্থনায় রত।

তারই ধারাবাহিকতায় আজ যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর এবং কচুয়া ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। প্রতি টি মেডিকেল ক্যাম্পে যশোরের ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দিচ্ছেন। প্রাথমিক পর্যায়ে যত প্রকার সেবা দেওয়ার সুযোগ আছে, সেগুলো দেওয়া হচ্ছে। বিনা মূল্যে প্রয়োজনীয় সব ওষুধ প্রদান করা হচ্ছে। এখানে যদি কোনো রোগীর অপারেশনের প্রয়োজন হয়, চিকিৎসকরা সেসব রোগীদের চিহ্নিত করবেন। পরবর্তীতে বিনা মূল্যে তাদের অপারেশনের ব্যবস্থা করা হবে। এছাড়া, মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা নেওয়া কোনো রোগীর ফলো-আপ চিকিৎসার প্রয়োজন হলে এই চিকিৎসকরা আগামী তিন মাস পর্যন্ত বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন। 

ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, যুবদলের সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার নেতা রবিউল ইসলাম, ফারুক এহতেশাম পরাগ প্রমুখ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর