মুন্সিগঞ্জের গজারিয়ায় আলাদা দুই স্থান থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ডুবুর চর এলাকায় মেঘনা নদীর তীরবর্তী স্থানে অজ্ঞাত (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
একই দিন বেলা দেড়টার দিকে উপজেলা বাউশিয়া ইউনিয়নের কাজলী নদীর তীরবর্তী দাসকান্দি এলাকা থেকে অজ্ঞাত (৩৬) এক পুরুষের মরদেহ উদ্ধার করে গজারিয়া নৌ-পুলিশের সদস্যরা।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী, ডুবারচর গ্রামের জেলে আলী হোসেন বলেন, দেখে মনে হয়েছে লাশটা নদীতে ভাসতে ভাসতে এখানে এসে আটকে পড়েছে।
![]()
বাউশিয়া ইউনিয়ন দাসকান্দি গ্রামের স্থানীয় বাসিন্দা সোহাগ বলেন, সকাল থেকেই দেখতে পাচ্ছি কাজলী নদীর বক্তারকান্দী অংশে এক মরদেহ ভাসছে, নদীর ভাটার সময় যা তীরে আটকা পড়েছে। তবে নিহত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা না বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
একই দিনে দুটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে, গজারিয়া নৌ পুলিশের অফিসার ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ডুবুরচর সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
![]()
অন্যদিকে অজ্ঞাত নারী-পুরুষের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন, গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ। তিনি বলেন, ঘটনাস্থলে নৌ পুলিশের পাশাপাশি থানা পুলিশও রয়েছে, পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। রাতের মধ্যে নিহতদের পরিচয় শনাক্ত কার্যক্রম চলমান রয়েছে। আইনগত কার্যক্রম শেষে নিহতদের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গজারিয়া থানায় মরদেহ উদ্ধার করে রাখার পরে ছবিটি শনিবার বিকেলে তোলা- ঢাকা মেইল।
প্রতিনিধি/এসএস

