রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লক্ষ্মীপুরে প্রবাসীর বসতঘর ভাঙচুর করলেন মামা শ্বশুর

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে প্রবাসীর বসতঘর ভাঙচুর করলেন মামা শ্বশুর

লক্ষ্মীপুরে বাহরাইন প্রবাসী রহমতুল্লাহর বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করার পাশাপাশি একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মামাশ্বশুর আবুল বাশার মিরন ও তার লোকজনের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগী পরিবারকে থানা লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।


বিজ্ঞাপন


এর আগে, বিকেলে পৌরসভার (১০ ওয়ার্ড) কালু হাজি সড়কের পাশে অবস্থিত বাশার মঞ্জিলে এ হামলা, ভাঙচুর ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ মাস আগে বাহরাইন প্রবাসী রহমতুল্লাহ তার স্ত্রীর খালাতো বোন নাসরিন আক্তারের কাছ থেকে পুরোনো বসতঘরসহ সোয়া ৩ শতাংশ জমি খরিদ করেন। জমি কিনার পর থেকে আপন মামা শ্বশুর আবুল বাশার মিরন জমিটি জোরপূর্বক দখল করার চেষ্টা করেন। এবং জমিটি ফেরত পেতে আবুল বাশার আদালতে টাকা জমা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব লেগেই আছে। একপর্যায়ে কোনো উপায় উত্তর না প্রবাসীর স্ত্রী শিউলি আক্তার সাথি সদর মডেল থানায় ১ ডিসেম্বর তার মামা-মামি ও মামাতো ভাই আবিরের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।

13126

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষ কে থানা ডাকেন। কিন্তু আবুল বাশাররা থানা না গিয়ে (আজ) শনিবার বিকেলে উলটো প্রবাসীর বসতঘর ভাঙচুর করে। ভাঙচুরের দৃশ্য মোবাইল ফোনে দারুণ করতে গেলে হামলাকারীরা ভুক্তভোগী সাথীকে মারধর করে তার হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষ কে শান্ত করে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

উপদেষ্টার ব্রিজ উদ্বোধনের আগেই হামলায় অনুষ্ঠান পণ্ড

প্রবাসীর স্ত্রী শিউলি আক্তার সাথি জানান, আমাদের কিনা সম্পত্তি। এখন আমার মামা জোরপূর্বক দখল করার চেষ্টা করে। আমার শ্বশুর গ্রামের বাড়ি থেকে আমাদের এখানে আসলে তারা ঢুকতে বাধা দেয়। এবং আমরা নতুন করে টয়লেট বসাতে গেলে মামা-মামি ও মামাতো ভাই ভাঙচুর করে। আমার হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয়।

অভিযুক্ত আবুল বাশারকে পাওয়া যায়নি তবে তার ছেলে আবির বলেন, ৩ মাস আগে আমাদের জমি আজিজুর রহমান জিসান বিক্রি করে দেয়। রাতের অন্ধকারে আমাদের জমি তৃতীয় পক্ষ দখল করে। আমরা বাধা দিতে গেলে আমাদের সঙ্গে মারামারির পর্যায়ে গেছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর